মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৬ আগস্ট) ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই 'জরিমানা'র কারণ হিসেবে মোস্কোর কাছ থেকে নয়াদিল্লির তেল ক্রয় অব্যাহত রাখার কথা উল্লেখ করা হয়েছে।
לחפש
פוסטים פופולריים