দেশের শেয়ার বাজারে গতকাল বুধবারও ব্যাংকের শেয়ারের ঢালাও দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২৯টির দরই কমেছে। মাত্র দুটি ব্যাংকের শেয়ারের দর বেড়েছে। এর আগে গত সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও অধিকাংশ ব্যাংকের শেয়ারের দাম কমেছে। গতকাল ব্যাংকের শেয়ারের এ ঢালাও দরপতনে মূল্যসূচকে নেতিবাচক প্রভাব পড়েছে।
جستجو کردن
پست های محبوب