বেগুন-শসার সেঞ্চুরি, অল্পের জন্য মিস পেঁয়াজের!

Комментарии · 120 Просмотры

নিত্যপণ্যের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে রাজধানীতে। কয়েক সপ্তাহের টানা বৃষ্টির প্রভাবে একদিকে যেমন বাজারে ??

নিত্যপণ্যের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে রাজধানীতে। কয়েক সপ্তাহের টানা বৃষ্টির প্রভাবে একদিকে যেমন বাজারে সরবরাহ কমেছে, অন্যদিকে দাম ঊর্ধ্বমুখী হয়েছে বেশিরভাগ সবজি, পেঁয়াজ, ডিম, মুরগি ও মাছের। ক্রেতারা অভিযোগ করছেন, ব্যবসায়ীরা ‘বৃষ্টির অজুহাত’ দেখিয়ে লাগামহীনভাবে দাম বাড়াচ্ছেন।

Комментарии