চুয়েটে বসুন্ধরা শুভসংঘ সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

نظرات · 50 بازدیدها

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার পরিচিতি স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার পরিচিতি সভা ও বসুন্ধরা শুভসংঘ সাহিত্য পুরস্কার এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) তৃতীয় তলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ফাইয়াজ মোহাম্মদ কৌশিক, সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সহ সভাপতি মোহাম্মদ ফাহিম রেজা ও সুরাইয়া পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা খালিদ বিন শামস, অর্থ সম্পাদক নাজমুস সাকিব নাবিল, নারী বিষয়ক সম্পাদক দোলা দেবনাথ, প্রচার সম্পাদক আল হাসনাত পিয়াস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহিনুর বেগম, ক্রীড়া সম্পাদক রবিউল আউয়াল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আহনাফ মুজিব মাহি ও গ্রন্থনা বিষয়ক সম্পাদক পুষ্পিতা পাল জয়া ও অন্যান্য কার্যকরী সদস্যরা।

অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি পূর্বে আয়োজিত শুভসংঘ সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তিনটি বিভাগ—কবিতা লিখন, কবিতা আবৃতি ও ছোটগল্প লিখন-এ বিজয়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। কবিতা লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. মুকসিতুর রহমান, দ্বিতীয় স্থান অর্জন করেন গোলাম মুর্শেদ রাতুল ও তৃতীয় স্থান অর্জন করেন প্রত্যয় লাহা। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী হন কাজী নাবিলার রাইসা, ছোট গল্প লিখন প্রতিযোগিতায় বিজয়ী হন আমির মাহদী। পাশাপাশি মৌমিতা দত্ত প্রিয়া কে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

এ সময় ছোট গল্প লিখন প্রতিযোগিতায় জয়ী বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমীর মাহাদী বলেন, ছোট গল্প লেখা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আমি আনন্দিত। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে সাহায্য করার পাশাপাশি সাহিত্যের প্রতি ভালবাসা সৃষ্টি করে। পরিশেষে বসুন্ধরা শুভসংঘ-কে ধন্যবাদ, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, শুভসংঘ প্রতিষ্ঠা হয়েছে ভালো কাজে সবার এগিয়ে আসার জন্য। এ সংঘের মাধ্যমে শিক্ষার্থীদের সমাজের সেবার, স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের অভ্যাস গড়ে উঠবে। ভবিষ্যত জীবনে তা বজায় থাকলে আমাদের সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে।

বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার সভাপতি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক বলেন, আমদের নতুন কমিটির লক্ষ্য থাকবে এ সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এ সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য কাজ করতে চাই। ইনশা আল্লাহ আমরা এ সংগঠনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সভাপতি ফাইয়াজ মোহাম্মদ কৌশিক। শুভসংঘের পক্ষ থেকে অতিথি, অংশগ্রহণকারী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শুভ কাজের উদ্যোগ গ্রহণ ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে শুভবোধসম্পন্ন মানুষকে একত্রিত করে গড়ে উঠেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ  চুয়েট শাখার পূর্বের কমিটি ইতোমধ্যেই সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, সাহিত্য প্রতিযোগিতা ও পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির মতো নানা প্রশংসনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

نظرات