সাংবাদিক তুহিন হত্যায় কুয়েতে প্রতিবাদ

Comments · 1 Views

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে সভা করেছে বাংলাদে?

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে সভা করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখা।

শুক্রবার (৮ আগস্ট) রাতে কুয়েতের আব্বাসিয়ায় সংগঠনের সভাপতি নাসির উদ্দীন খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তুহিন হত্যার জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সারা দেশে সব সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করতে হবে।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি  আ হ জুবেদ, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি রবিউল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি মো. হেবজু, সাংগঠনিক সম্পাদক একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, আন্তর্জাতিক সম্পাদক ও  এসএ টিভির প্রতিনিধি মো. সেলিম, মারকাজ ওমর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ গোলাম সারোয়ার সিরাজী, মাওলানা ইসমাইল হোসেনসহ বিভিন্ন মিডিয়ার কুয়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাজীপুর চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি দোকানে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে

Comments