গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে।
পৃথক ঘটনায় এর আগের দিন বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরীর সাহাপাড়া এলাকায় বেধড়ক মারধরের শিকার হয়েছেন আরেক সাংবাদিক।
অভিযোগ উঠেছে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।