ডাকসু নির্বাচনের আগে আবাসিক হলে 'প্রকাশ্য ও গুপ্ত' রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন

टिप्पणियाँ · 1 विचारों

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সাধারণ শিক্ষার্থীদের' ব্যানার নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্??

কেউ বলছেন, ছাত্র রাজনীতির তিক্ত অভিজ্ঞতার কারণে এর বিরুদ্ধে সাধারণভাবে ক্ষোভ আছে এবং এখন সেটাকেই ব্যবহারের চেষ্টা আছে কোনো কোনো সংগঠনের মধ্যে।

 

আবার কেউ বলছেন, ডাকসু নির্বাচনকে সামনে রেখে 'গুপ্ত ও প্রকাশ্য' সংগঠনগুলোর মধ্যকার অঘোষিত প্রতিযোগিতার কারণেই ছাত্র রাজনীতির ইস্যুটিকে সামনে আনা হচ্ছে।

 

বর্তমান প্রশাসন কর্তৃক গঠিত ডাকসুর আচরণবিধি প্রণয়ন ও সংশোধন বিষয়ক কমিটির সদস্য ছিলেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

 

তার মতে, ডাকসু নির্বাচনকে সামনে রেখেই এখন নানা ইস্যু উঠে আসছে এবং হলে ছাত্ররাজনীতির ইস্যু সামনে এনে কর্তৃপক্ষ 'কোনো কোনো সংগঠনকে' বিশেষ সুবিধা দিতে চাইছে বলে মনে করছেন তিনি।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ই জুলাই বিশ্ববিদ্যালয় প্রভোস্টরা হলে ছাত্র সংগঠনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

কিন্তু এখন ডাকসু নির্বাচন এগিয়ে আসায় আবাসিক হলে সাংগঠনিক কার্যক্রম ছাড়া কীভাবে ছাত্র সংগঠনগুলো নির্বাচনি কার্যক্রম পরিচালনা করবে সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামী ৯ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা।

टिप्पणियाँ
खोज