ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

코멘트 · 32 견해

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখ??

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করে প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা হওয়ার কথা জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি বলেন, গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর ছাড়াও এই মামলায় ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি (অতিরিক্ত উপকমিশনার) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই (উপপরিদর্শক) তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই (সহকারী উপপরিদর্শক) চঞ্চল চন্দ্র সরকারকে আসামি করা হয়েছে। এই মামলায় শুধু চঞ্চল চন্দ্র গ্রেপ্তার আছেন। বাকি চার আসামি পলাতক।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, গণ–অভ্যুত্থানের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করা, একটি শিশুর মাথায় গুলি লাগা এবং সেই শিশুর দাদি নিহতের ঘটনায় এই প্রতিবেদন দাখিল হয়েছে। এই প্রতিবেদন যাচাই–বাছাই করে দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

코멘트
Saju Biswas 1 디

👍

 
 
Mittro Roy 1 디

Unkown for me