মার্কিন শুল্ক কমে ২০ শতাংশ, বাংলাদেশের জন্য বড় স্বস্তি: বাণিজ্যসচিব

نظرات · 24 بازدیدها

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেছেন, আমেরিকার আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বাংলাদেশের দীর্ঘ আলোচনায় মি?

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেছেন, আমেরিকার আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বাংলাদেশের দীর্ঘ আলোচনায় মিলেছে বড় সাফল্য। প্রাথমিকভাবে বাংলাদেশের ওপর ৩৭% ট্যারিফ আরোপ করা হলেও, সরকারের ধারাবাহিক আলোচনার পর তা কমিয়ে ২০% করা হয়েছে। যদিও সরকার এই ফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়, তবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান ইতিবাচক।

نظرات