বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারাদেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের পাঁচ ঘণ্টা পর তা তুলে নিয়েছে শিক্ষার্থীরা।
আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে সরেজমিনে বরিশাল স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনে আসার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
এই অবরোধ তুলে নেওয়ার পর ঢাকাসহ অন্য জেলার সাথে বরিশালের যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সাংবাদিকরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, এর আগে দুপুরে সড়ক অবরোধ করে রাখলে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনীর সদস্যরা। জোর করে রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে সেখানে যান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম।
এর আগে অবকাঠামো সংকট, সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট, ওষুধের সংকট, চিকিৎসা কেন্দ্রে জনবল সংকটের দ্রুত সমাধান করার দাবি জানান আন্দোলনকারীরা।
Md akash Islam 5 시간
Nice