' ক্যাপসুল সরবরাহ নেই, ধুঁকছে ক্যান্সার চিকিৎসা ' মানবজমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

Bình luận · 24 Lượt xem

এ খবরে বলা হয়েছে, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য অত্যাবশ্যকীয় চিকিৎসা আয়োডিন থেরাপি। প্রায় ছয় মাস

সাধারণত সার্জারির পর এ ধরনের ক্যান্সারে আক্রান্ত রোগীদের রেডিও আয়োডিনের মাধ্যমে আয়োডিন থেরাপি দেয়া হয়।

লিক্যুইড রেডিও আয়োডিন ও আয়োডিন ক্যাপসুলের মাধ্যমে এ থাইরয়েডের চিকিৎসা হলেও দেশে সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে রেডিও আয়োডিন ক্যাপসুলের মাধ্যমে চিকিৎসা।

সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে রেডিও আয়োডিন সরবরাহ করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

দেশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাভুক্ত পরমাণু চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে বন্ধ হয়ে আছে আয়োডিন থেরাপি।

থাইরয়েড ক্যান্সারের আক্রান্ত রোগীদের সার্জারির পর ছয় মাস ধরে অপেক্ষা করতে হচ্ছে। ফিরিয়ে দেয়া হচ্ছে সার্জারি করা রোগীদের।

কিছু কিছু প্রতিষ্ঠানে রেডিও আয়োডিন লিকুইডের মাধ্যমে কোনোভাবে চিকিৎসা চালিয়ে নেয়া হচ্ছে সংকটাপন্ন রোগীদের।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের প্রধানরা জানিয়েছেন, খুব সামান্য পরিমাণ রোগীদের লিকুইডের মাধ্যমে চিকিৎসা চালাচ্ছেন তারা।

তবে, সরকার জানিয়েছে, চলতি মাসের শেষে বা সেপ্টেম্বরের শুরু থেকে সরবরাহ পাবে প্রতিষ্ঠানগুলো।

Bình luận
Rashed Islam 5 giờ

Nice🥰🥰🥰