এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজে শূন্য থাকা এক লাখ ৮২২টি পদে শিক্ষক নিয়োগের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। রোববার (২২ জুন) থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষক হিসেবে নিবন্ধনের সুপারিশ পাওয়া আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দিতে পারছেন। আবেদন করার সময়সীমা আগামী ১৩ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
探す
人気の投稿
Md Mahim Technology 1 d
Hugyy