ভুয়া 'থানা' খুলে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা

Bình luận · 11 Lượt xem

দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশে ভুয়া দূতাবাসের পরে এবারে ভুয়া 'পুলিশ অফিস'-এর সন্ধান পেয়েছে পুলিশ। ওই মামলায়

এরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এদের 'মাথা' বলে যার কথা জানিয়েছে পুলিশ, তিনি একসময়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন।

 

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আদি বাসিন্দা, বিভাস অধিকারী নামে ওই ব্যক্তির নাম এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও জড়িয়ে ছিল।

 

ওই ভুয়া থানা থেকে জাল করা পুলিশের প্রতীক, পরিচয় পত্র, সিল, প্যাড ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

Bình luận