হামলার মুখে উপজেলা এনসিপির আহ্বায়ক ও সমন্বয়ক মো. আশরাফ হোসেনকে বাঁচাতে গিয়ে বিএনপিকর্মীদের তোপের মুখে পড়েছেন ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
মঙ্গলবার বিকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় সৎসংঘ সামাজিক উন্নয়ন সোসাইটির বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি নেতা আশরাফকে মঞ্চে বসানো হলে বিএনপির উপজেলা ও ইউনিয়ন নেতাদের মঞ্চের সামনে বসতে দেওয়া হয়। ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।
এক পর্যায়ে মঞ্চের সামনে বিএনপির নেতাকর্মীরা চরম হট্টগোল সৃষ্টি করে। এনসিপি নেতাকে মঞ্চ থেকে নামিয়ে তার ওপর হামলা চালানো হয়। তাকে বাঁচাতে এগিয়ে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপিকর্মীদের তোপের মুখে পড়েন।
অনুষ্ঠানের আয়োজকরা এ সময় সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের কর্মকর্তা এবং আয়োজকদের সঙ্গে তুমুল বিতণ্ডায় লিপ্ত হন।
Md Ariful Islam 1 ד
https://newvideos205.blogspot.com/