বুধবার বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে স্থানীয় নির্বাচনসহ সাতটি প্রস্তাবনা দিয়েছে দলটি।
দলের মহাসচিব ইউনুছ আহমাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল।
দলটি আগামীতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনি কাজে দায়িত্বপ্রাপ্তদের দল নিরপেক্ষ ভূমিকা পালন, জুলাই সনদের ভিত্তিতে আগামীতে সব স্থানীয় ও জাতীয় নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ, আওয়ামী লীগ এবং তার সব দোসর ও সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে।
সিইসির সাথে সাক্ষাতে ইসলামী আন্দোলন নির্বাচনের সময় সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার না করে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।
এছাড়া দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণারও দাবি জানিয়েছে দলটি।