আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছেন তারা।
বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
দাবি মানা না হলে আগামী ১৫ ও ১৬ই সেপ্টেম্বর তারা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন।
এর আগে এই দাবিতে বুধবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষকরা।
তারা এসময় সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি চালুসহ বেশ কিছু দাবি জানান।
পরে তাদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন। পরে বৈঠক শেষে শিক্ষকরা এক মাসের আল্টিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
Mst Raya Biswas Ratu 41 m
Wow