ইনসুলিনের বাজারমূল্য নিয়ে নৈরাজ্য

코멘트 · 7 견해

ডায়াবেটিস রোগীদের জীবন রক্ষার অন্যতম ওষুধ ইনসুলিন উৎপাদনে দেশীয় প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়তে যাচ্ছে। কো

ডায়াবেটিস রোগীদের জীবন রক্ষার অন্যতম ওষুধ ইনসুলিন উৎপাদনে দেশীয় প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়তে যাচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান উৎপাদন প্রায় বন্ধ করে দিচ্ছে। ইনসুলিন উৎপাদনকারী ওষুধ কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা দেশে গুণমানসম্পন্ন ইনসুলিন ২০০৭ সাল থেকে তৈরি করে আসছে। দেশীয় উৎপাদিত গুণমানসম্পন্ন ইনসুলিনের বাজারমূল্যের চেয়ে বিদেশ থেকে আমদানিকৃত ইনসুলিনের বাজারমূল্য দ্বিগুণেরও বেশি। এতে বিপাকে পড়েছে দেশি ওষুধ কোম্পানি এবং ডায়াবেটিস রোগীরা। ইনসুলিনের মূল্য বৈষম্যের কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও উৎপাদনকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মূল্য বৈষম্যের কারণে দেশ থেকে প্রচুর ডলারও বিদেশ চলে যাচ্ছে।

코멘트