নয়া দিগন্তের প্রধান শিরোনাম, 'পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান'

コメント · 22 ビュー

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থের খোঁজে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল সিআইসি প

পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে ৩৪৬টি সম্পদের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি নয়টি দেশে ৩৫২টি পাসপোর্টের খোঁজ মিলেছে, যেগুলো টাকার বিনিময়ে কিছু বাংলাদেশি অর্জন করেছে।

 

এর মধ্যে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমেনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মালটা, সেন্ট লুসিয়া ও তুরস্ক রয়েছে।

 

সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছেন, এটি এখন পর্যন্ত পাওয়া তথ্যের একটি অংশমাত্র, আরও অনেক তথ্য উন্মোচন বাকি। এ কাজে ছয়টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সহায়তা করছে।

 

তিনি বলেন, শেখ হাসিনার আমলে অর্থ পাচারের সঙ্গে জড়িতরা কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেজ নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ তথ্য গায়েব করেছিল।

 

তবে এখন সিআইসি সেই তথ্য উদ্ধার করার সক্ষমতা অর্জন করেছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এসব তথ্য শুনে বলেন, দেশের সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে দুদক, সিআইসি ও পুলিশের সিআইডিসহ সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।

 

তিনি একে ভয়াবহ দেশদ্রোহিতা আখ্যা দিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়তে হলে এই লুটেরাদের আইনের আওতায় আনতে হবে।

 

এছাড়া অনুসন্ধান আরও বিস্তৃত করে বিদেশে গড়া সম্পদ বাজেয়াপ্ত করে দেশে ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

コメント