পত্রিকা: 'নিজভূমে পরবাসী ১২০ ভারতীয়'

코멘트 · 19 견해

দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, 'নিজভূমে পরবাসী ১২০ ভারতীয়'

প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত থেকে নিয়মিতভাব

অনেকে বুঝতেই পারে না যে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে। এসব মানুষ সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবির নজরে আসে এবং স্থানীয়রা তাদের ফেরত পাঠায়।

 

জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১২০ ভারতীয় নাগরিককে সীমান্ত থেকেই ফেরত পাঠানো হয়েছে।তারা আসাম, মুর্শিদাবাদ, বর্ধমান, কলকাতাসহ ভারতের বিভিন্ন অঞ্চলের আধার কার্ডধারী বাসিন্দা।স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ কোনোভাবেই বিদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ মেনে নেবে না।

 

মুসলিম, বাংলাভাষী ভারতীয় কিংবা রোহিঙ্গা কাউকেই জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা সহ্য করা হবে না।

 

ভারতের সীমান্তরক্ষীরা মাঝরাতে অস্ত্রের মুখে মানুষকে ঠেলে দেয়ার অভিযোগ উঠেছে। লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে এমন বহু ঘটনা ঘটেছে।

 

এমনকি অনেকের আধার কার্ড, ভোটার আইডি থাকার পরও তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে।

 

কেউ কেউ নিখোঁজ হয়ে গেছেন, যাদের খোঁজ মেলেনি। সীমান্তে আটক হওয়া মানুষরা বারবার নির্দয় আচরণের অভিযোগ করছেন।

 

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজনৈতিক কারণে ভারত বাংলাদেশকে চাপে ফেলতে এভাবে বাংলাভাষীদের ঠেলে দিচ্ছে।

 

অথচ আন্তর্জাতিক আইনে পুশব্যাক বা পুশইনের কোনো স্বীকৃতি নেই। ভারতে বিদেশি নাগরিক ধরা পড়লে তাকে আদালতে হাজির করার নিয়ম রয়েছে।

 

এই অবস্থা বহু ভারতীয় বাংলাভাষীর মধ্যে ভয় তৈরি করেছে। এমনকি কলকাতার এক নাগরিক বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্কে আত্মহত্যা করেছেন।

코멘트