ইউরোপে ঘুরতে গিয়ে 'অবাধ্য' হলেই গুণতে হবে জরিমানা

commentaires · 10 Vues

খালি পায়ে হাঁটলে যেমন জরিমানা হতে পারে কোনো জায়গায়, আবার স্যান্ডেল পরে গাড়ি চালানোর জন্য অর্থদণ্ড হতে পারে অন?

এই বছর বেশ কয়েকটি ইউরোপীয় দেশ 'খারাপ আচরণকারী' পর্যটকদের জন্য মোটা অঙ্কের জরিমানা চালু করেছে।

 

কিন্তু এখনই কেন এটা করা হলো? এতে কি ছুটি কাটাতে আসা মানুষের আচরণ আসলেই পাল্টাবে?

 

দৃশ্যটি কল্পনা করুন–– আপনার বিমানটি তুরস্কের সাগরপাড়ের পর্যটন আকর্ষণ আন্তালিয়ায় অবতরণ করেছে এবং আপনি বিমান থেকে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ধৈর্য ধরে রাখতে না পেরে সিটবেল্ট খুলে ফেললেন এবং মাথার ওপরের লকার থেকে আপনার ব্যাগটি ধরলেন।

commentaires