ভারতে 'ভোট চুরি'র প্রশ্নে মুখোমুখি রাহুল গান্ধী ও নির্বাচন কমিশন

Comments · 28 Views

দেশের ভোটার তালিকায় কারচুপি করে ব্যাপকভাবে 'ভোট চুরি' করা হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে ভারতের জাতীয় নির?

'কমিশনের চোখে শাসক বা বিরোধী – সব রাজনৈতিক দলই সমান' বলে দাবি করে এবং রাহুল গান্ধীকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, যারা 'ভোট জালিয়াতি' বা 'ভোট চুরি'র মতো শব্দ ব্যবহার করছেন, তারা আসলে দেশের সংবিধানেরই অমর্যাদা করছেন।

Comments