'কমিশনের চোখে শাসক বা বিরোধী – সব রাজনৈতিক দলই সমান' বলে দাবি করে এবং রাহুল গান্ধীকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, যারা 'ভোট জালিয়াতি' বা 'ভোট চুরি'র মতো শব্দ ব্যবহার করছেন, তারা আসলে দেশের সংবিধানেরই অমর্যাদা করছেন।
Søg
Populære opslag