দৈনিক প্রথম আলোর সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া এবং মতিকে (প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান) গ্রেপ্তার করলেই তারকাদের ১৫ই আগস্টে শোক জানানোর সব রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।
সোমবার (১৮ আগস্ট) দিনগত রাত ১২টা ১৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্র প্রবাসী এই সাংবাদিক তার পোস্টে লিখেছেন, ‘প্রথম আলোর সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া এবং মতিকে (প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান) গ্রেপ্তার করলেই তারকাদের ১৫ই আগস্টে শোক জানানোর সব রহস্য বেরিয়ে যাবে। এবারের ১৫ই আগস্টে যে পরিমাণে তারকারা শোক জানিয়েছে এর আগে কখনো এতোটা মাতম দেখা যায়নি। এমন অনেক তারকা আছে যারা সাধারণত রাজনৈতিক বিতর্কে তেমন জড়ান না তাদেরও অনেকে এবার প্রতিকূল পরিস্থিতিতেও পোস্ট করেছে, এমনকি ২০২৪ সালের ১৫ই আগস্টেও এদের মধ্যে বেশিরভাগ শোক জানিয়ে কোনো পোস্ট করেনি। যে কারণে এটা পরিষ্কার যে এবার সূক্ষ্ম একটি নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে এমন কিছু একটা করা হয়েছে যে তারা সকলে একযোগে মুজিবকে নিয়ে মাতম করেছে।’
ইলিয়াস হোসাইন লিখেন, ‘এই রহস্য উদঘাটন না করলে আওয়ামী বিরোধী প্রতিটি দলকে চড়া মূল্য দিতে হবে। মুজিবের সাইনবোর্ড দিয়ে তারা মূলত আবারও আওয়ামী ফ্যাসিজমকে মানুষের সামনে সহনশীল করে তুলে ধরতে চায়। পুরো পরিকল্পনায় একটি বড় বাজেট খরচ করা হয়েছে, যার পুরো মাস্টারমাইন্ড ছিল হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফুল ইসলাম খোকন। খোকনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে নিউইয়র্কের একটি অখ্যাত বাংলা পত্রিকার উপস্থাপক সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং কথিত নায়ক জায়েদ খান।’
তিনি লিখেন, ‘বাংলাদেশ প্রান্তে টাকার বণ্টন হয়েছে প্রথম আলো পত্রিকার সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া ও তার স্ত্রী গায়িকা কোনাল এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদির মাধ্যমে। বাংলাদেশে তারকাদের পুরো সাহস যুগিয়েছে প্রথম আলো। আলভী নামে একজন অখ্যাত অভিনেতাকে হঠাৎ করেই তারা সাক্ষাৎকার নিয়ে সামনে নিয়ে আসে।’
তিনি আরও লিখেন, ‘মুজিব আর মুক্তিযুদ্ধকে কো-রিলেট করে সাক্ষাৎকারটি প্রচার করেই প্রথম আলো তাদের অনুসারী অভিনেতাদেরকে উৎসাহিত করে। যেসব তারকারা ১৫ই আগস্টের শোক জানিয়েছে তাদের বেশিরভাগ মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড প্রাপ্ত। আমেরিকায় থাকা খোকন, মহিউদ্দিন কিংবা জায়েদ খানকে ধরা না গেলেও প্রথম আলোর জিয়া-মতি আফ্রিদিসহ শোক জানানো তারকাদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে যাবে।’
Recherche
Messages populaires