ভারতে 'ভোট চুরি'র প্রশ্নে মুখোমুখি রাহুল গান্ধী ও নির্বাচন কমিশন

Kommentarer · 2 Visninger

দেশের ভোটার তালিকায় কারচুপি করে ব্যাপকভাবে 'ভোট চুরি' করা হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে ভারতের জাতীয় নির?

কমিশন মি গান্ধীকে হয় হলফনামা পেশ করার অথবা জাতির কাছে ক্ষমা চাইবার আহ্বান জানিয়েছে, অন্য দিকে কংগ্রেসের শীর্ষ নেতা বিহারের মাটিতে দাঁড়িয়ে আজ আবারও কমিশনের বিরুদ্ধে 'ভোট চুরি'র অভিযোগ তুলেছেন।

 

এদিন (রবিবার) বিকেলে দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠক করে দেশের তিনজন নির্বাচন কমিশনার একযোগে অভিযোগ জানান, রাহুল গান্ধী যা করেছেন, তা 'সংবিধানের অবমাননা' ছাড়া কিছুই নয়।

 

দুই কমিশনার ড: সুখবীর সিং সান্ধু ও ড: বিবেক জোশীকে পাশে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এদিন বলেন, "রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দেশের ভোটারদের নিশানা করতে নির্বাচন কমিশনকে একটি লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।"

Kommentarer