বেনজেমার দলকে হারিয়ে ফাইনালে রোনালদোর আল নাসের

Комментарии · 3 Просмотры

স্টিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ করিম বেনজেমা। একসময় রিয়াল মাদ্রিদের হয়ে একসাথে মাঠ মাতিয়েছেন। ক্যারিয়ারের শ

হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের প্রথম সেমিফাইনালে আল নাসের ২-১ গোলে হারিয়েছে আল-ইত্তিহাদকে। ম্যাচে শুরুতেই এগিয়ে যায় আল নাসের। ১০ মিনিটেই গোল করে আল নাসেরকে এগিয়ে নেন সাদিও মানে। মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন তিনি।

এর ৬ মিনিট পরই সমতায় ফেরে আল ইত্তিহাদ। ১৬ মিনিটে ডিয়াবির পাস থেকে সহজভাবে বল জালে জড়ান স্টিভেন বার্গউইন। এরপর ২৫তম মিনিটে বড় ধাক্কা খায় আল নাসের। সাদিও মানেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় তাদের।

তবে দ্বিতীয়ার্ধে আল-নাসেরের হয়ে জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স। ৬১তম মিনিটে রোনালদোর পাস থেকে বল পেয়ে তা জালে জড়ান তিনি। প্রথমে অফসাইড ধরা হলেও, ভিএআরের সাহায্যে গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি।

এরপর ফেলিক্সের আরও একটি শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ মুহূর্তে আল-ইত্তিহাদের সালেহ আল শেহরির একটি হেড গোলরক্ষক বেন্টো দুর্দান্তভাবে রক্ষা করেন।

শেষ পর্যন্ত এক জন কম নিয়ে ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় আল নাসের। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল আহলি ও আল কাদেসিয়া। সেখানেই নির্ধারিত হবে রোনালদোদের প্রতিপক্ষ কারা হচ্ছে।

Комментарии