গাজিপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

코멘트 · 7 견해

গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিনজন ??

গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার মুকিমপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৩) তার স্ত্রী আঁখি আক্তার (২৬) ও তাদের দুই বছর বয়সী কন্যাসন্তান আন্নি খাতুন।

নিহতের চাচা মেহের আলী জানান, তার ভাতিজা আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল কোম্পনীতে চাকুরি করতো। স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুড় বাড়ি ঢাকার আশুলিয়ায় যাওয়ার উদ্দেশে সকালে ময়মনসিংহ থেকে গাজিপুরের উদ্দেশে অটোরিকশায় রওনা হয়।

সকাল আনুমানিক ১০টার দিকে গাজিপুরের বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন এর উত্তরে পৌঁছালে অটোরিকশার পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। আহত অবস্থায় আনোয়ার ও আঁখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের দুজনেরও মৃত্যু হয়।

বাসন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

코멘트