বুলগেরিয়ায় ১৪তম জাতীয় কোরআন হিফজ প্রতিযোগিতা

Mga komento · 21 Mga view

দক্ষিণ বুলগেরিয়ার স্মোলিয়ান প্রদেশের মাদান শহরে অনুষ্ঠিত হয়েছে ১৪তম জাতীয় কোরআন হিফজ ও তেলাওয়াত প্রতিযো

দক্ষিণ বুলগেরিয়ার স্মোলিয়ান প্রদেশের মাদান শহরে অনুষ্ঠিত হয়েছে ১৪তম জাতীয় কোরআন হিফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় মোট ৫৭ জন প্রতিযোগী অংশ নেন। প্রতি দুই বছর অন্তরান্তর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পাঁচটি বিভাগে অংশগ্রহণ করেন। 

বিভাগগুলো হলো সম্পূর্ণ কোরআন মুখস্থ, অর্ধেক কোরআন মুখস্থ, পাঁচ পারা মুখস্থ, ১৪ বছরের নিচের শিশুদের জন্য এক পারা মুখস্থ এবং ১৪ থেকে ৪৫ বছর বয়সী অংশগ্রহণকারীদের জন্য এক পারা মুখস্থ বিভাগ। এছাড়া কিরাআত বিভাগের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন আন্তর্জাতিক জুরি বোর্ড, যার নেতৃত্ব দেন বুলগেরিয়া প্রজাতন্ত্রের ডেপুটি মুফতি শেখ আহমেদ হাসানভ। জুরি বোর্ডে বুলগেরিয়ার পাশাপাশি বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন নুরুল্লাহ তাশকেন। এরপর মুখপাত্র হাফিজ শাভকাত প্রতিযোগিতার নীতিমালা উপস্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গ্র্যান্ড মুফতি শেখ বিহান মুহাম্মদ, স্মোলিয়ান আঞ্চলিক মুফতি শেখ নাজমি দাবোভ, একাধিক ডেপুটি আঞ্চলিক মুফতি এবং মাদানে কোরআন মুখস্থ কোর্সের পরিচালক শেখ শোভকাত হাজি। 

ডেপুটি গ্র্যান্ড মুফতি শেখ বিহান মুহাম্মদ এবং স্মোলিয়ানের মুফতি শেখ নাজমি দাবোভ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন। শেখ নাজমি দাবোয়েভ আনন্দ প্রকাশ করে বলেন, 'আমি তোমাদের চোখে উৎসাহ দেখতে পাচ্ছি, এবং এটি আমাকে আনন্দিত করছে। আমি সকলের সাফল্য কামনা করি এবং নিশ্চিত যে বিচারক প্যানেল ন্যায্য ও প্রজ্ঞাবান হবে।' 

ডেপুটি গ্র্যান্ড মুফতি শেখ বিহান মুহাম্মদ অংশগ্রহণকারী যুবকদের প্রশংসা করে জানান, সবচেয়ে ছোট প্রতিযোগীর বয়স মাত্র ৯ বছর। তিনি পবিত্র কোরআনের বার্তাকে দুনিয়া ও আখেরাতের জন্য হেদায়েতের উত্স হিসেবে তুলে ধরেন এবং কোরআন মুখস্থকারীদের উৎসাহিত করতে এ বছরের পুরস্কারের অর্থ দ্বিগুণ করার ঘোষণা দেন। 

এছাড়াও তিনি সবাইকে মাদান সেন্টার ফর কোরআন মেমোরাইজেশন, ধর্মীয় স্কুল এবং সোফিয়ার উচ্চতর ইসলামিক ইনস্টিটিউটের মতো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উপকৃত হওয়ার আহ্বান জানান। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মাদানের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে, যেখানে গ্র্যান্ড মুফতি ড. মুস্তফা হাজীসহ বহু ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।

Mga komento