মোংলায় তালাকের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

commentaires · 23 Vues

গেরহাটের মোংলায় তালাকের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপ??

গেরহাটের মোংলায় তালাকের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামীকে আটক করে বুধবার (২০ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পূর্ব চিলা গ্রামের বাসিন্দা গোলাম মওলা দুলালের (৪৫) সঙ্গে কয়েক বছর আগে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) বিয়ে হয়। কিন্তু বিবাহিত জীবনে তাদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকে। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই রঞ্জিলা স্বামীকে তালাক দেন।

তালাকের ঘটনায় ক্ষিপ্ত হয়ে গোলাম মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়িতে গিয়ে রঞ্জিলার মাথা ও শরীরে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে খুলনা এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ আগস্ট) সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, স্ত্রী তাকে তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গোলাম নিজ স্ত্রীকে হত্যা করেছে। অভিযুক্তকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

commentaires