আসছে নিথিনের 'থাম্মুদু'

Mga komento · 53 Mga view

জনপ্রিয় তেলেগু অভিনেতা নিথিনের আসন্ন সিনেমা 'থাম্মুদু' মুক্তি পাচ্ছে শুক্রবার (৪ জুলাই)। অ্যাকশন ঘরানার

জনপ্রিয় তেলেগু অভিনেতা নিথিনের আসন্ন সিনেমা 'থাম্মুদু' মুক্তি পাচ্ছে শুক্রবার (৪ জুলাই)। অ্যাকশন ঘরানার সিনেমাটি বিশাল বাজেটে নির্মিত হয়েছে। 'থাম্মুদু' পরিচালনা করেছেন ভেনু শ্রীরাম। 

সিনেমা বিশ্লেষকদের মতে, 'থাম্মুদু' আর সাধারণ বাণিজ্যিক সিনেমা নয়। এটি এখন পরিণত হয়েছে এক সাহসী পরীক্ষায়, যেখান থেকে হয় নতুন ইতিহাস তৈরি হবে, নয়তো শেখা যাবে বড় এক শিক্ষা।

সিনেমা প্রধান চরিত্রে নিথিন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সপ্তমী গৌড়া, লায়া, বর্ষা বোল্লাম্মা, সৌরভ সচদেভা, স্বাসিকা, হরি তেজা, শ্রীকান্ত আয়েঙ্গার, টেম্পার ভামসিসহ অনেকে।

Mga komento