দেশে গ্যাসের চাহিদা বৃদ্ধির বিপরীতে স্থানীয় উৎপাদন কমছে গত প্রায় দেড় দশক ধরে। চাহিদার সমান্তরালে গ্যাস অনুসন্ধান ও স্থানীয় উৎপাদন বাড়াতে পারেনি গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সরবরাহ বাড়াতে ২০১৮ সালের এপ্রিল থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক) আমদানি শুরু করা হয়। বর্তমানে এ আমদানি মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ দখল করেছে। জ্বালানি পরিস্থিতির যে প্রবণতা রয়েছে তাতে আগামী দিনে এটি আরও বাড়বে। ফলে দেশীয় উৎপাদন ও রপ্তানি খরচ নিশ্চিতভাবে বাড়বে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা।
Cerca
Post popolari