গ্যাস সরবরাহের ৩৫ শতাংশ আসে আমদানি থেকে

코멘트 · 10 견해

দেশে গ্যাসের চাহিদা বৃদ্ধির বিপরীতে স্থানীয় উৎপাদন কমছে গত প্রায় দেড় দশক ধরে। চাহিদার সমান্তরালে গ্যাস অনুস?

দেশে গ্যাসের চাহিদা বৃদ্ধির বিপরীতে স্থানীয় উৎপাদন কমছে গত প্রায় দেড় দশক ধরে। চাহিদার সমান্তরালে গ্যাস অনুসন্ধান ও স্থানীয় উৎপাদন বাড়াতে পারেনি গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সরবরাহ বাড়াতে ২০১৮ সালের এপ্রিল থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক) আমদানি শুরু করা হয়। বর্তমানে এ আমদানি মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ দখল করেছে। জ্বালানি পরিস্থিতির যে প্রবণতা রয়েছে তাতে আগামী দিনে এটি আরও বাড়বে। ফলে দেশীয় উৎপাদন ও রপ্তানি খরচ নিশ্চিতভাবে বাড়বে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা।

코멘트