মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

Mga komento · 38 Mga view

বেকারত্ব হ্রাস, দারিদ্র দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়ে

বেকারত্ব হ্রাস, দারিদ্র দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এ আহ্বান জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্ব মুসলিম বিশ্বকে আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে ঐতিহাসিক ভূমিকা পালনের সক্ষম হবে বলে এসময় মন্তব্য করেন তিনি। বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করতে হবে।

তিনি বলেন, তরুণরাই পারে পরিবর্তন এনে সব বৈষম্য দূর করতে। 

সামিটে তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. হালিস ইউনূস এসরোজ বলেন, ড. ইউনূসের থ্রি জিরো তত্ত্ব ইতিমধ্যে তুরস্কের সামাজিক ব্যবসায় অনুসরণ করা হচ্ছে। বর্তমান সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Mga komento