লঞ্চে অসুস্থ যাত্রীকে জরুরি সেবা দিয়ে উদ্ধার করলো কোস্ট গার্ড

تبصرے · 54 مناظر

ভোলা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়া যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা ও উদ্

ভোলা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়া যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা ও উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-তে কল পাওয়ার পরই দ্রুত ব্যবস্থাটি নেয় সংস্থাটি।

আজ শনিবার (৫ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার (৪ জুলাই) আনোয়ার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি ভোলা থেকে ঢাকাগামী ‘দোয়েল পাখি-১’ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে কাশিপুর সংলগ্ন এলাকায় তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

একজন সহযাত্রী দ্রুত কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে কল করলে, বিষয়টি জানামাত্র কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনোয়ার মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের নিজস্ব বোটে করে দ্রুত ঢাকা সদরঘাটে নিয়ে আসেন।

সেখানে তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীকালে তাকে অ্যাম্বুলেন্সে করে আগারগাঁওয়ের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল’-এ ভর্তি করা হয়। রোগীর অবস্থার আরও অবনতি হলে, কোস্ট গার্ড সদর দপ্তরের একটি বিশেষ টিমের তত্ত্বাবধানে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

تبصرے