ল্যাংড়া জ্বর’ চিকুনগুনিয়া ব্যথায় কাতর রোগীরা হার্ট, কিডনি, স্ট্রোক ও ক্যানসার রোগী; গর্ভবতী এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি স

Kommentarer · 2 Visninger

ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশাবাহিত আরও একটি রোগ—চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া ভাইরাসজনিত একটি রোগ, যা সাধ??

ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশাবাহিত আরও একটি রোগ—চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া ভাইরাসজনিত একটি রোগ, যা সাধারণত এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এই রোগের অন্যতম উপসর্গ—জ্বর ও ভয়ানক গিঁটে ব্যথা। অনেক সময় এই ব্যথা রোগ সেরে যাওয়ার পরও সপ্তাহ বা মাসখানের ধরে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এ বছর কোনো কোনো জায়গায় ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী সমান সমান। তবে ঢাকা ও চট্টগ্রামে সংক্রমণের ব্যাপকতা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়া ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এটি মূলত এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়, বিশেষ করে এডিস এজিপ্টাই মশা, যেটি ডেঙ্গু ও জিকা ভাইরাসও বহন করে। তারা বলছেন, শুধু চিকুনগুনিয়ার কারণে প্রাণসংশয়ের আশঙ্কা নেই বললেই চলে। কিন্তু রোগীর শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকলে বা একই সঙ্গে অন্য রোগের সংক্রমণ থাকলে—তা প্রাণঘাতী হতে পারে।

Kommentarer