বিভুরঞ্জনের মৃত্যুর ঘটনায় আবার আলোচনায় বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত আক্ষেপ-অভিযোগ

Kommentarer · 31 Visninger

'খোলা চিঠি' নামে একজন সাংবাদিকের একটি লেখা এবং এরপর নিখোঁজ হওয়া ও তার মরদেহ উদ্ধারের ঘটনকে কেন্দ্র করে সাম

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক 'আজকের পত্রিকা'র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ পাশের একটি জেলার নদী থেকে উদ্ধার করা হয় শুক্রবার।

 

মৃত্যুর আগে স্থানীয় একটি গণমাধ্যমকে একটি লেখা ইমেইলে পাঠিয়ে 'নিখোঁজ' হয়েছিলেন তিনি।

 

তার 'জীবনের শেষ লেখায়' নিজের অর্থনৈতিক দৈন্যদশাসহ আরও বেশকিছু অভিযোগের কথা উল্লেখ করেছেন তিনি।এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম বঞ্চনা-শোষণের শিকার হওয়ার কথা লিখছেন।বাংলাদেশের সংবাদকর্মীদের এ ধরনের অভিযোগ নতুন নয়।

 

এর আগেও নানা সময় সাংবাদিকদের অধিকারের প্রশ্নে অনেক রকম দাবি-দাওয়ার প্রসঙ্গ সামনে এসেছে। যদিও শেষ পর্যন্ত সেসব পূরণে চূড়ান্ত কোনো সমাধান আসেনি।

 

রাষ্ট্রের ক্ষমতায় পালাবদল এলেও সাংবাদিকদের দমনপীড়ন রোধে বা তাদের অধিকার আদায়ে বিশেষ কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ খোদ সাংবাদিকদেরই।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আসার পরও পরিস্থিতি পাল্টায়নি বলে মনে করছেন অনেক সাংবাদিক ও বিশ্লেষক।

 

সাংবাদিক বিভুরঞ্জন সরকারও তার সর্বশেষ লেখায় এ ধরনের কথা লিখে গেছেন।

Kommentarer