ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি

Mga komento · 23 Mga view

বাংলাদেশের সংসদীয় এলাকার সীমানা নিয়ে রোববার দুপুরে শুনানি শুরু করেছিল নির্বাচন কমিশন বাইসি। নির্বাচন ভবন

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তির শুনানি চলাকালে হাতাহাতির ঘটনা ঘটে।

 

টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা রুমিন ফারহানা ইসিতে উপস্থিত ছিলেন।

 

আতাউল্লাহ নামে একজন নিজেকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক দাবি করে শুনানি চলাকালে তার ওপর হামলার অভিযোগ করেন।

 

সীমানা নিয়ে আজ এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।

 

গত ৩০শে জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।

 

এর মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে দেড় হাজারের বেশি দাবি-আপত্তির আবেদন জমা হয় নির্বাচন কমিশনে।

 

এসব আবেদন নিয়ে আজ থেকে শুনানি শুরু হয়েছে।এই শুনানি চলবে আগামী ২৭শে অগাস্ট পর্যন্ত।

Mga komento