ভারতে এক ম্যাচ খেলতে ১৮১ কোটি টাকা নেবে মেসির আর্জেন্টিনা

注释 · 6 意见

আন্তর্জাতিক বিরতিতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি অর্থ দাবি করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশ?

আন্তর্জাতিক বিরতিতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি অর্থ দাবি করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ভারতের ক্ষেত্রেও তারা একই পথে হেঁটেছে।

তারা ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, কিংবদন্তি লিওনেল মেসি দলটির অধিনায়ক। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা দলকে দাওয়াত করে নিয়ে গিয়ে খেলাতে চাইলে কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালতে হয়। ভারতের কেরালা সরকারেরও বিপুল অর্থ খরচ করতে হচ্ছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত শনিবার জানিয়েছে, আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম উল্লেখ করেছে। এই ম্যাচে মেসিও যে খেলবেন, তা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান।

 

তা মেসির আর্জেন্টিনাকে আনতে কত খরচ পড়ছে ভারতের? এই কৌতূহল মেটানোর চেষ্টা করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কেরালায় মাত্র এক ম্যাচ খেলেই ১৩০ কোটি রুপি নেবে আর্জেন্টিনা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা।

আন্তর্জাতিক বিরতিতে (ফিফা উইন্ডোতে) নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি অর্থ দাবি করে এএফএ। ভারতের ক্ষেত্রেও তারা একই পথে হেঁটেছে। সেখানেও ছিল বাড়তি শর্ত। ম্যাচ মাঠে গড়ানোর কয়েক মাস আগেই পরিশোধ করতে হবে পুরো অর্থ।

আরও পড়ুন

কেরালা সরকারের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি এএফএর সঙ্গে কয়েক দফা দর–কষাকষির পর গত ডিসেম্বরে পুরো ১৩০ কোটি রুপি পরিশোধ করে। এরপরই এ বছরের অক্টোবর-নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ভারত সফরের জন্য তারা কাজ শুরু করে।

 

তবে কেরালায় মেসি-মার্তিনেজ-আলভারেজরা কোন দলের বিপক্ষে খেলবেন, তা এখনো ঠিক হয়নি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। আর্জেন্টিনার চাওয়া, ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ আছে, এমন এক দলের বিপক্ষে খেলা।

ভারতে এক ম্যাচ খেলেই ১৮১ কোটি টাকা নেবে আর্জেন্টিনা
ভারতে এক ম্যাচ খেলেই ১৮১ কোটি টাকা নেবে আর্জেন্টিনাছবি: এএফএ

আর্জেন্টিনার প্রতিপক্ষ দলও যেহেতু ভারতের বাইরের, তাই তাদের পেছনেও কেরালা সরকারকে অনেক অর্থ খরচ করতে হবে। রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্তো অগাস্টিন অঙ্কটা গোপন রাখলেও দ্য হিন্দু জানিয়েছে, এক ম্যাচ আয়োজন করতেই ৪০০ কোটি রুপি (৫৫৬ কোটি টাকা) ব্যয় হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নভেম্বরে তিরুবনন্তপুরমে এক ম্যাচ খেলে আর্জেন্টিনা দল চলে গেলেও মেসি ডিসেম্বরে আবারও ভারতে যাবেন। সেটি হবে তাঁর ব্যক্তিগত সফর, যেটার নাম দেওয়া হয়েছে গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫

মেসির সেই সফর শুরু হবে কলকাতা থেকে। এরপর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ভ্রমণপথে নিজের ভাস্কর্য উন্মোচন করবেন এবং গোট (জিওএটি বা গ্রেটেস্ট অব অল টাইম) কনসার্ট ও গোট কাপে অংশ নেবেন।

এ বছরের ডিসেম্বরে আবার ভারতে যাবেন মেসি
এ বছরের ডিসেম্বরে আবার ভারতে যাবেন মেসিছবি: এএফএ

আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি।

注释