ভোটার তালিকায় নাম থাকলেই ডাকসুতে ভোট দেয়ার দাবি আব্দুল কাদেরের

Bình luận · 12 Lượt xem

আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রদানের ক্ষেত্রে নিয়ম শিথিল করার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্

আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রদানের ক্ষেত্রে নিয়ম শিথিল করার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। শুক্রবার (২২ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল কাদের। 

সংগঠনটির আহ্বায়ক আব্দুল কাদের বলেন, কেবল ভোটার তালিকায় নাম থাকলেই ডাকসুতে ভোট প্রদানের সুযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ অনাবাসিক। তাদের হলের পরিচয়পত্র নাই।

এমন পরিস্থিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ অনাবাসিক। তাদের কারো কারো কাছে হল আইডি কার্ড নেই। আবার আবাসিক শিক্ষার্থীদের অনেকেই আর্থিক সংকটের কারণে হল আইডি নবায়ন করতে পারেননি। এ অবস্থায় কেবল হল আইডি কার্ডকে ভোট প্রদানের একমাত্র প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা অন্যায় হবে।

আব্দুল কাদের দাবি করেন, ভোটার তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা অন্য কোনো ডকুমেন্ট (যেমন- পে-ইন স্লিপ) দিয়েই ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। 

এছাড়াও তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব হতে হবে। যেকোনো উপায়ে ভোটার তালিকায় নাম আসা সকল শিক্ষার্থীকে ভোট প্রদানের সুযোগ তৈরী করে দিতে হবে।

উল্লেখ্য, গণতান্ত্রিক ছাত্রসংসদ জানিয়েছে, তারা আগামী কার্যদিবসে নির্বাচন কমিশনের নিকট আনুষ্ঠানিকভাবে এই দাবি পেশ করবে।

/এআই

 
Bình luận