পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের কারণে অচল হয়ে পড়ে দুটি কিডনি। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।
সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। গীতিকার হিসেবে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু হয় স্বামী মুক্তিযোদ্ধা ও পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার‘নিমাই সন্ন্যাসী’ সিনেমার মাধ্যমে। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
আশির দশকে ‘সৎমা’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি পরিচালনা করেছেন কয়েকটি সিনেমা, যার মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ উল্লেখযোগ্য।