আবৃত্তিশিল্পী ফয়জুল আলম পাপপুর গ্রন্থনা ও নির্দেশনায় মঞ্চে প্রকাশ এর আবৃত্তিশিল্পীরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মনে পড়া’, ‘অমল ধবল পালে’, ‘ছিন্নপত্র’, ‘আকাঙ্খা’, ‘শরৎ’, কাজী নজরুল ইসলামের ‘রাখীবন্ধন’, ‘চাঁদনী-রাতে’, ‘গোকুল নাগ’, জীবনানন্দ দাশের ‘সারাৎসার’, মোহিতলাল মজুমদারের ‘ভাদরের বেলা’, নির্মলেন্দু গুণের ‘কাশফুলের কাব্য’, আসলাম সানীর ‘ষড়ঋতুর স্বপ্ন’, মহাদেব সাহার ‘আকাশের কথা’, রবিউল হুসাইনের ‘শুভ্র শরৎ আকাশ বাতাস’, শেখ নজরুলের ‘এবার শরতে স্বপ্ন গেছে বেড়ে’ সহ অন্যান্য কবিদের রচিত ২২টি কবিতার আবৃত্তি পরিবেশন করেন।আবৃত্তিতে অংশগ্রহণ করেন শারফিন স্বর্ণা, নাজমুন নাহার শিরিন, তুহিন আহমদ, সুফিয়া মেহেদী সঙ্গীতা, মাহাবুব রিমন, উম্মে ছোলাইম যুথী, শওকত হোসেন, মাহমুদা আখন্দ মমতা, সিদরাতুল আফিয়া মোহনা ও ফয়জুল আলম পাপপু। আবহসঙ্গীতে ছিলেন শিল্পী ডালিম বড়ুয়া। অকালপ্রয়াত কবি ও সংগঠক হানিফ খান এর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত দর্শকনন্দিত এই অনুষ্ঠান উপলক্ষে একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশ করা হয়।
Поиск
популярные посты