বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

Kommentarer · 17 Visninger

বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগার থেকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ

আজ কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বলেন, “ তার বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।”

 

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হককে গত ২৪শে জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

 

পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠায় আদালত।

 

এছাড়া তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির মামলাও রয়েছে।

 

মি. হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি। গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলা হয়।

Kommentarer