জীবন রক্ষাকারী সব ওষুধের দাম কোম্পানি নয়, সরকার নির্ধারণ করবে:হাইকোর্ট

التعليقات · 12 الآراء

জীবন রক্ষাকারী সব ওষুধের দাম উৎপাদনকারী কোম্পানি নয় বরং সরকারই নির্ধারণ করবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ রায় দেন।

 

আদালত রায়ে বলেছে, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তাই সরকারকে অবশ্যই ওষুধগুলোর দাম নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।

 

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নামে একটি মানবাধিকার সংগঠন ২০১৮ সালে জনস্বার্থে রিটটি দায়ের করেছিল। ১৯৯৪ সালে উৎপাদনকারীদের হাতে ওষুধের দাম নির্ধারণের বিষয়টি ন্যস্ত করে একটি সার্কলার জারি করা হয়।

 

আজকের রায়ে ওই সার্কুলারকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

 

আইনজীবী মনজিল মোরশেদ জানান, “ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি সমস্যায় ব্যবহৃত ওষুধগুলো জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে গণ্য হয়। হাইকোর্টের রায়ের পর এসব ওষুধের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে, কোম্পানি নয়।”

التعليقات