'রাগ, হতাশা আর হারানোর অনুভূতি আমাদের সবার মধ্যে'- জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

הערות · 6 צפיות

মিছিল, অবরোধ এবং বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং গাজায় বন্দি জ

হামাসের হেফাজতে থাকা জিম্মিদের পরিবারের সদস্যদের পাশাপাশি এই বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষও।

 

হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে ২০জন এখনো জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই ইসরায়েলি এবং অনেকের দ্বৈত নাগরিকত্বও রয়েছে।

 

জিম্মিদের নিরাপদে ফেরানোর বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভে সামিল ব্যক্তিরা।পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে আর্জিও জানিয়েছেন তারা।সোমবার এই বিষয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল মি. ট্রাম্পকে। তিনি বলেছিলেন, "দুই থেকে তিন সপাহের মধ্যে বন্ধ হতে পারে ওই সংঘাত।"

 

এদিকে, গাজার নাসের হাসপাতালে জোড়া ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ কমপক্ষে ২০ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জোর দিয়ে বলেছে অবিলম্বে 'ন্যায়বিচার প্রয়োজন'।

 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে 'মর্মান্তিক দুর্ঘটনা' বলে আখ্যা দিয়ে জানিয়েছেন, সামরিক কর্মকর্তারা এর 'পুঙ্খানুপুঙ্খ তদন্ত' করবেন।

הערות