‘সবকিছু পেছনে ফেলে’ ছবির পরিচালক রাজিবুল হোসেন বলেন, ‘ফুজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল, বছরের সুবিধা অনুযায়ী আট দিন তিনি তাদের সময় দেবেন। সিনেমা নিয়ে আলোচনার একপর্যায়ে ফুজি ফিল্মস আমাদের জানায়, সিনেমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে তারা, সেই সঙ্গে সাকিব আল হাসান অভিনয় করবেন সিনেমায়। আমি সেই কথা মোতাবেক সাকিবের সঙ্গে মিটিং করি। ছবিটি নিয়ে কথা বলি। যেহেতু খেলা নিয়ে তাঁর ব্যস্ততা, শিডিউলের সঙ্গে মিলিয়ে শুটিংয়ের দিন–তারিখ ঠিক করি। সবকিছু ঠিকঠাকভাবে চলছিল। সাকিবও আনন্দ নিয়েই শুটিং করছিলেন।’