সন্তান দত্তক নিতে চান জয়া আহসান

Bình luận · 41 Lượt xem

বিচ্ছেদের পর একটা দীর্ঘ সময় কেটে গেলেও আর সংসারে জড়াননি জয়া আহসান।

বিচ্ছেদের পর একটা দীর্ঘ সময় কেটে গেলেও আর সংসারে জড়াননি জয়া আহসান। তবে সন্তানের মা হতে চান বলে ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।

এই মুহূর্তে আসন্ন সিনেমা ‘ডিয়ার মা’ এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সিনেমাটিতে উঠে এসেছে দত্তক নেওয়া সন্তান নিয়ে গল্প, যার প্রেক্ষিতে এক প্রশ্নে জয়া আহসান জানান, বাস্তবে মা হতে চান তিনি।

 
তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে।

 

জয়া আহসান বলেন, ‘আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম।

 
কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।’

 

জয়া ও তার বোন (অভিনেত্রী কানা মাসউদ) মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনো কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। 

এরপর দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া।

 
তিনি বলেন, ‘যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলো একটি পরিবার পেয়ে যাবে।’

 

ব্যক্তিজীবনে অনেক দিন ধরেই সিঙ্গেল জয়া আহসান। ভালোবেসে ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ে করলেও ২০১১ সালে বিচ্ছেদের পথে হাটে এই জুটি। এরপর আর নতুন করে কোনো সম্পর্কে জড়াননি জয়া।

 
 

 

 
 
Bình luận