নকল বস, নকল অফিস, আসল টাকা: চীনে 'কাজের ভান করা' কোম্পানির উত্থান

نظرات · 23 بازدیدها

বেতন পাওয়া যায় না––এমন চাকরি হয়তো কেউই করতে চাইবেন না। আবার যদি এমন হয় যে অফিসে যাওয়ার জন্য উল্টো বসকেই টাকা দ??

চীনে তরুণদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি। এই সংকটকেও কাজে লাগাচ্ছে অনেকে।

 

সেখানে এমন সব কোম্পানি গড়ে উঠেছে, যাদের মূল কাজই হলো মানুষের উৎপাদনশীলতার অনুভূতি ধরে রাখতে সাহায্য করা।

 

অনেক তরুণ-তরুণীর মধ্যেও এখন টাকা দিয়ে নকল অফিসে গিয়ে কাজের ভান করার চল ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।মূলত চীনের দুর্বল অর্থনীতি আর চাকরির সুযোগ কমে যাওয়ার কারণে এই প্রবণতা দেখা দিয়েছে।যখন আসল চাকরি পাওয়াই কঠিন হয়ে পড়ছে, তখন কেউ কেউ ঘরে বসে থাকার চাইতে টাকা দিয়ে হলেও অফিসে গিয়ে কাজের ভান করাটাই পছন্দ করছেন।

 

শুই ঝৌ এর বয়স ৩০ বছর। গত বছর খাবারের ব্যবসা করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন।

 

এ বছরের এপ্রিল মাসে তিনি প্রতিদিন ৩০ ইউয়ান (চার দশমিক ২০ ডলার) দিয়ে 'প্রিটেন্ড টু ওয়ার্ক কোম্পানি' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নকল অফিসে কাজের ভান করার জন্য যাওয়া শুরু করেন।

 

এই অফিসের অবস্থান চীনের দোংগুয়ান শহরে, যা হংকং-এর উত্তরে ১১৪ কিলোমিটার দূরে।

 

সেখানে গিয়ে তিনি আরও পাঁচজন সহকর্মীর সঙ্গে যোগ দেন, যারা একইভাবে কাজের ভান করতে যান।

 

"আমি খুব খুশি," বলেন ঝৌ, "আমাদের এমন মনে হয় যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করছি।"

نظرات