চট্টগ্রাম নগরীতে সেতু ধসে পড়ল যে ৪ কারণে

Comentarios · 4 Puntos de vista

চট্টগ্রাম নগরীতে সেতু ধসে পড়ল যে ৪ কারণে পুরনো সেতু ভেঙে নতুন করে নির্মাণসহ চারটি সুপারিশ করেছে তদন্ত কমিটি।??

চট্টগ্রাম নগরীর শীতল ঝর্ণা খালের প্রশস্ততা ও গভীরতা বাড়লেও খালের ওপর ৫০ বছরের বেশি পুরনো যে সেতুটি রয়েছে সেটি সংস্কার করে দৈর্ঘ্য বাড়ানো হয়নি।

এ কারণে ভারি বৃষ্টিতে পাহাড়ি ঢলের তোড়ে ইটের গাঁথুনি সেতুটি ভেঙে পড়ে বলে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে শীতল ঝর্ণা খালের সেতু ভেঙে পড়ার আরও তিনটি কারণ তুলে ধরা হয়েছে।

৭ অগাস্ট ভোরে নগরীতে টানা ভারি বর্ষণের মধ্যে দুই নম্বর গেইট থেকে অক্সিজেনমুখী বায়েজিদ বোস্তামি সড়কের স্টার শিপ এলাকায় শীতল ঝর্ণা খালের ওপর থাকা সেতুটির একাংশ ধসে পড়ে।

এ ঘটনায় সিটি করপোরেশন সংস্থার প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি করেছিল।

বুধবার কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দিয়েছে।

Comentarios