বুন্ডেসলিগার নতুন নিয়ম দেখে হতবাক টনি ক্রুস

Kommentarer · 2 Visninger

বুন্ডেসলিগার নতুন নিয়ম দেখে হতবাক টনি ক্রুস
‘হ্যান্ডশেক ডায়ালগ’ নামের এই নিয়ম আদতে কোনো কাজেই আসবে না বলে ?

জার্মানির শীর্ষ লিগ বুন্ডেসলিগার ‘হ্যান্ডশেক ডায়ালগ’ নিয়মে চরম বিস্মিত টনি ক্রুস। লিগ কর্তৃপক্ষের এই পদক্ষেপ আদতে কোনো কাজেই আসবে না বলে মনে করেন সাবেক জার্মান মিডফিল্ডার।

নতুন মৌসুমে বুন্ডেসলিগায় চালু করা হয়েছে এই নিয়ম, যেখানে ম্যাচ শুরুর ৭০ মিনিট আগে উভয় দলের অধিনায়ক ও কোচরা রেফারির সঙ্গে দেখা করে সংক্ষিপ্ত আলোচনা করবেন। যাতে দলগুলোর একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে ও ম্যাচ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি এড়ানো যায়।

অনেক সময় খেলোয়াড়রা রেফারির সঙ্গে তর্ক করতে থাকেন, ইচ্ছাকৃতভাবে ফাউল করেন ও খেলার পরিবর্তে সময় নষ্ট করেন। এই সমস্যাগুলো কমাতে নিয়মটি চালু করা হয়েছে।

Kommentarer