অস্বস্তিতে সাধারণ মানুষ

Komentar · 3 Tampilan

বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আয়-ব্যয়ের হিসেব মেলাতেই ব্যস্ত সাধারণ মানুষ। সরেজমিনে রাজধানীর রামপুরা এ?

মঙ্গলবার সকালে ভাটারা বাজারে গিয়েই চোখে পড়লো সবজির দাম নিয়ে দুই ক্রেতা-বিক্রেতার দরকষাকষি। যা কিছুক্ষণের মধ্যেই দ্বন্দ্বে পরিণত হলো।

 

ওই ক্রেতা বিবিসি বাংলাকে বলেন, ছোট্ট এক আটি শাকের দাম চল্লিশ টাকা হয় কী করে? প্রতিটা সবজির দাম বেশি, পটল ৮০ টাকা, বরবটি একশ টাকা। পাশ থেকে ওই ব্যবসায়ীও তার যুক্তি দিতে থাকেন। "কি করমু, কেনা বেশিতে তাই বিক্রিও বেশিতে," বলেন ওই ব্যবসায়ী।

 

ভাটারা থানার সামনে ভ্যানের ওপর ফল বিক্রি করেই সংসার চালান মিলন মাহমুদ। তিনি বলছেন, "মানুষ না কিনলে আমার ইনকাম হইব ক্যামনে, পয়সা পাতি হাতে নাই, মানুষ কম কেনে।"

 

কিছুটা এগিয়ে নতুনবাজারের বাঁশতলা এলাকায় চোখে পড়লো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি'র গাড়ি ঘিরে কয়েকশ মানুষের হট্টগোল। কিছুটা কম মূল্যে পণ্য কিনতে কড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন অনেকেই।

 

তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে সকাল থেকে সেখানে দাঁড়িয়ে আছেন সালেহা বেগম। বিবিসি বাংলাকে তিনি বলেন, "বাজার থেইকা কিনই্যা খামু কেমনে, যে দাম। খালি আলুর দামটা একটু কম আছে, মাছ-মাংস তো খাওয়াই বন্ধ কইরা দিছি।"

 

"চাল, ডাল, সবজি কিংবা মাছ-মাংস সব কিছুর দামই তো একটু একটু করে বাড়তাছে কিন্তু আমার আয় তো বাড়ে না," বিবিসি বাংলাকে বলেন রাজমিস্ত্রী মোহাম্মদ রুবেল।

Komentar