বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

Comments · 1 Views

গুড়া আদমদীঘি উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবা?

নিহতরা হলেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শফিকুল ইসলাম রিংকন (২১), বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া এলাকার মুশফিকুর রহমান (৩০) ও আশরাফুজ্জামান (৩৫)।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কে একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী বগুড়া অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাকের সাথে মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন এবং গুরুতর আহত একজনকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।  পরে ট্রাকটি আটক করে পুলিশ। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে

Comments